পাঠকবৃন্দ,
New Year 2013 উপলক্ষে আমরা chittagong.com এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার ইভেন্ট এর আয়োজন করা হবে।
ইভেন্ট ১:
chittagong.com এ যারা সাবস্ক্রাইব করেছেন অথবা নতুন যারা সাবস্ক্রাইব করবেন ৩০ই জানুয়ারি ২০১৩ এর মধ্যে, তাদের থেকে randomly নির্বাচন করা হবে মোট ১০ জন বিজয়ীকে। বিজয়ীরা পেতে পারেন টাকা ২০ থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত মোবাইল ফ্লেক্সি লোড।
ইভেন্ট ২:
chittagong.com এর ফ্যান পেইজ (http://facebook.com/pages/Chittagong/183500371708759) এ যারা পূর্বে লাইক দিয়েছেন অথবা নতুন যারা লাইক দিবেন ৩০ই জানুয়ারি ২০১৩ এর মধ্যে, তাদের থেকে randomly নির্বাচন করা হবে মোট ৫ জন বিজয়ীকে, যারা প্রত্যেকে পাবেন টাকা ৫০ মোবাইল ফ্লেক্সি।
সাধারণ নিয়মাবলীঃ
১. ড্র ৩০ই জানুয়ারি ২০১৩ দুপুর ১২ টা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের সাথে সাথে ইমেইল করা হবে। বিজয়ীদের অবশ্যই ৩১ই জানুয়ারি ২০১৩ এর বাংলাদেশ সময় দুপুর ১২ টার মধ্যে ইমেইলটির রিপ্লাই মোবাইল নাম্বারসহ দিতে হবে। এরপর রিপ্লাই দিলে তা আর গ্রহণ করা হবে না। বিজয়ীরা সন্ধ্যা ৭ টার মধ্যে ফ্লেক্সি পাবেন বলে আশা করি।
২. একটি মোবাইল নাম্বার একটি পুরস্কার এর বেশি পাবেন না। এতে অনেকেই পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে।
আপনার সেবায়,
Chittagong.com