সম্মানিত পাঠকবৃন্দ,
ফেসবুক ফ্যান প্রতিযোগিতা বিজয়ীদেরকে আমারা ইমেইল অথবা ফেসবুক মেসেজ এর মাধ্যমে ফলাফল জানিয়ে দিয়েছি। পাশাপাশি রেজিস্ট্রেশান বিজয়ী পর্ব ০৩ এর ফলাফলও ইমেইল এ জানানো হয়েছে। যারা বিজয়ী হয়েছেন, তারা অবশ্যই ৫ই জুনের মধ্যে নাম এবং মোবাইল নম্বর রিপ্লাই করে জানাতে হবে। ৫ই জুন এর পর রিপ্লাই দিলে তারা চূড়ান্ত বিজয়ী তালিকাতে অন্তর্ভুক্ত হবেন না। কারন ৬ই জুন সবাই এক সাথে বিজয়ীদের মোবাইল ক্রেডিট পাঠানো হবে। ফেসবুক ফ্যান প্রতিযোগিতা অসফল হওয়াতে এর সাপ্তাহিক পুরস্কার প্রোগ্রামটি আজ থেকে বন্ধ করা হল। কিন্তু ফেসবুক ফ্যান প্রতিযোগিতা পুরস্কার বহাল রইল কোন টাইম ফ্রেম এবং ফ্যান লিমিট ছাড়া।
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
Chittagong.com