সম্মানিত পাঠকবৃন্দ,
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ই ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। প্রতিবারের মতো এবারো আমরা chittagong.com এর পক্ষ থেকে বিশেষ পুরস্কার ইভেন্ট এর আয়োজন করা হবে।
ইভেন্ট ১ ঃ
chittagong.com এ যারা রেজিস্টার/ সাবস্ক্রাইব করেছেন অথবা নতুন যারা রেজিস্টার/ সাবস্ক্রাইব করবেন ১৫ ই ডিসেম্বর এর মধ্যে, তাদের থেকে randomly নির্বাচন করা হবে মোট ১০ জন বিজয়ীকে। বিজয়ীরা পেতে পারেন টাকা ২০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত মোবাইল ফ্লেক্সি।
ইভেন্ট ২ ঃ
chittagong.com এর ফ্যান পেইজ (http://facebook.com/pages/Chittagong/183500371708759) এ যারা পূর্বে লাইক দিয়েছেন অথবা নতুন যারা লাইক দিবেন ১৫ ই ডিসেম্বর এর মধ্যে, তাদের থেকে randomly নির্বাচন করা হবে মোট ৩ জন বিজয়ীকে, যারা প্রত্যেকে পাবেন টাকা ৫০ মোবাইল ফ্লেক্সি।
সাধারণ নিয়মাবলীঃ
১. ড্র ১৫ই ডিসেম্বর দুপুর ১২ টা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের সাথে সাথে ইমেইল করা হবে। বিজয়ীদের অবশ্যই ১৬ই ডিসেম্বর এর বাংলাদেশ সময় দুপুর ১২ টার মধ্যে ইমেইলটির রিপ্লাই মোবাইল নাম্বারসহ দিতে হবে। এরপর রিপ্লাই দিলে তা আর গ্রহণ করা হবে না। বিজয়ীরা সন্ধ্যা ৭ টার মধ্যে ফ্লেক্সি পাবেন বলে আশা করি।
২. একটি মোবাইল নাম্বার একটি পুরস্কার এর বেশি পাবেন না। এতে অনেকেই পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে।
আপনার সেবায়,
Chittagong.com