বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। কৃষি বাংলাদেশের এমন একটি খাত যা জিডিপিতে শতকরা প্রা য় ৩০% ভূমিকা রাখছে এবং আমাদের দেশের শতকরা ৬০% মানুয কৃষি পেশাতে নিয়োজিত। চট্রগ্রাম বিভাগ কৃষিতে অগ্রণী অবদান রাখছে। আউশ ধান উৎপাদনে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশে শীর্ষে। আউশের পাশাপাশি আমন এবং বোরো ধানের ভালো ফলন হয় কিছুকিছু জেলায়। এছাড়া সিলেটের পর আমাদের দেশে দ্বিতীয় সেরা চা পাতা আসে চট্টগ্রাম বিভাগ হতে যা আমাদের চাহিদা মেটানোর সাথে সাথে বিদেশেও রপ্তানি হচ্ছে। চট্রগ্রাম বিভাগের উত্তর ভাগে পাট চাষে নিয়োজিত অনেক কৃষক এবং দেশের মোট পাঁটের একটা বৃহৎ অংশ আশে এর অঞ্চলগুলো থেকে।