রাজধানী ঢাকার অদূরে সাভারের জামতলা বাসস্ট্যান্ডের নিকটস্থ একটি ৯ তলা ভবন আজ আনুমানিক ৮ :৩০ টা থেকে ৯:টার মধ্যে ধসে পড়েছে। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা সূত্রে ধ্বংসস্তুপ থেকে অন্তত ৮০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছে হাজারখানেক ব্যক্তি। এখনও বহু মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যাদের উদ্ধার করা হয়েছে, অনেকেই খুব গুরুতর আহত। আসুন আমরা আমাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেই; সেটা আর্থিকভাবে হতে পারে, হতে পারে প্রার্থীকে এক ব্যাগ রক্ত দান করে হাসপাতালে যোগাযোগ করে, অথবা নিজেকে উদ্ধারকর্মীদের একজন হিসেবে নিবেদিত করে। আমরা মহান আল্লাহ্ এর কাছে সাহায্য প্রার্থনা করি ঐসব পরিবারদের জন্য যারা এই দুর্ঘটনাতে তাদের প্রিয়জন হারিয়েছেন। আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে রাজউক খুব শীঘ্র আমাদের দেশের প্রতিটি স্থাপনাসমূহের মান যাচাইয়ের জন্য একটি নিরীক্ষক দল গঠন করেন যারা আন্তরিকভাবে কোন স্থাপনার ক্রুটি থাকলে যাতে তাৎক্ষনিক ব্যাবহার বন্ধের আদেশ জারি করতে পারেন। এইধরনের ঘটনা আমাদের সবারই অনাকাখিত, কিন্তু এইসব ঘটনা যাতে আমাদের নিজেদের ভুলের ফসল না হয়।