গত নভেম্বর, সোমবার, সকাল ১১ টা, ফেনী-বসুরহাট সড়কের দাগনভুইয়া উপজেলার এনায়েত ভুইয়া নামক এলাকায় একজন মটরসাইকেল আরোহীর সাথে ট্রাক সংঘর্ষ হয়। ফলাফলস্বরূপ মটরসাইকেল আরোহী ঘতনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহিত আরোহীর নাম সামসুল হক; বয়স ৪০ থেকে ৪৫ এর মধ্যে। তিনি দাগনভুইয়া সদর ইউনিয়নের দক্ষিণ করিম্পুর গ্রামের সুলতান আহম্মেদের ছেলে, এলাকাসূত্রে জানা যায়। সামসুল হক মটর সাইকেল চালিয়ে দাগনভুইয়া বাজার থেকে শ্বশুরবাড়ি এনায়েত ভুইয়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুইমাস আগে সামসুল হক ওমান থেকে ছুটি কাটাতে দেশে আসেন। যদিও পুলিশ লাশ উদ্ধার ও ট্রাক আটক করেছে, দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ফেনী-বসুরহাট সড়কে ট্রাক চাপায় নিহিত মটরসাইকেল আরোহী
Posted by chittagong on November 15, 2011 · 0 Comment