সম্মানিত পাঠকবৃন্দ,
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
আজ ঈদ স্পেশাল প্রতিযোগিতার ফলাফল ঘোষণার দিন। যারা আমাদের সাইট এ সাবক্রাইব করেছিলেন, তাদের মধ্য থেকে বিজয়ীগণ নির্বাচিত করা হয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম শুধুমাত্র ১ জন বিজয়ীকে ১০০০ টাকা ফ্লেক্সি উপহার দিব। কিন্তু আপনাদের এত সাড়া আমরা পেয়েছি যে আমরা ১০০০ সাবক্রাইবার ছাড়িয়ে গিয়েছি। এমন অবস্থায় শুধুমাত্র ১ জনকে টাকা না দিয়ে ১০ জন কে সমানভাবে বণ্টন করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অর্থাৎ ১০ জন বিজয়ী ১০০ টাকা করে ফ্লেক্সি পাচ্ছেন।
বিজয়ী ইমেইল এড্রেসগুলো হলঃ
abd****tififat [at] yahoo [dot] com
jahed_19** [at] yahoo [dot] com
farhana**10 [at] yahoo [dot] com
rony_dh*** [at] yahoo [dot] com
oahidah*** [at] gmail [dot] com
rumana_afrose_es**** [at] yahoo [dot] com
abuhossa**** [at] gmail [dot] com
marifb*** [at] gmail.com
dr.ka****ddin_ahmed [at] yahoo [dot] com
jea****cher [at] gmail [dot] com
নিরাপত্তাজনিত কারণে ইমেইল এর কিছু অংশ স্টার দিয়ে মাস্ক করা হল। বিজয়ীগণ একটি ইমেইল পাবেন এই টাইটেল দিয়েঃ “ঈদ স্পেশাল প্রতিযোগিতার বিজয়ী আপনি” ।
বিজয়ীদের অবশ্যই ঈদ এর দিন রাত ৭ টার মধ্যে তাদের নাম এবং মোবাইল নম্বর উক্ত ইমেইল এর রেপ্লাই করে জানাতে হবে। কারন ৭ টার পর একযোগে বিজয়ীদের ফ্লেক্সি করা হবে। একবার ফ্লেক্সি করা হয়ে গেলে নিয়ম মোতাবেক আর ফ্লেক্সি করা হবে না।
যারা বিজয়ী হননি ভবিষ্যতের ইভেন্ট এর ড্রগুলোর জন্য আপনারা প্রস্তুত থাকুন। কারণ আমাদের বছরব্যাপী উপহার প্রোগ্রাম থাকে এবং থাকবে ইনশাল্লাহ।
Chittagong.com
.